Print Date & Time : 5 July 2025 Saturday 4:01 pm

মির্জাপুরে পৌরসভায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা-সাংস্কৃতিক অনুষ্ঠান


মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে পৌরসভার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আজ বৃহস্পতিবার (৩মার্চ) সকালে পৌরসভার মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার জনপ্রিয় মেয়র সালমা আক্তার শিমুল। পৌর সচিব মো. আব্দুস সালামের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারন ও বীরত্বগাঁথা এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুলর্ভ বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, ওয়ার্ড কউন্সিলর মো. আব্দুল জলিল খান, আলী আজম সিদ্দিকী, রওশন আরা বেগম সহ পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।