মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার ময়লা-আবর্জনা নিস্ক্রিয় ও পুনরায় ব্যবহার উপযোগি করে তোলা প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে। আজ বুধবার (২৩ মার্চ) বিকেলে উপজেলা সদরের পৌরসভার কাঁচা বাজার সংলগ্ন পুষ্টকামুরী এলাকায় এ উপলক্ষে উদ্ধোধনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র সারমা আক্তার শিমুল। পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর আলী আযম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, পৌরসভার সচিব মো. আব্দুস সালাম, বেসরকারী সংস্থা আর এর ম্যানেজিং ডাইরেক্টর মো. রাসেল মিয়া, পরিচালক মো. আরিফ হোসেন, পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল জলিল, দুই নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুমন হক, মহিলা কাউন্সিলর চন্দনা দে এবং প্রধান অতিথি পৌর মেয়র সালমা আক্তার শিমুল প্রমুখ।

Print Date & Time : 16 May 2025 Friday 4:16 am