মীর আনোয়ার হোসেন টুটুল: টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার বিভিন্ন প্রকল্পের অধিনে ২৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট এবং মির্জাপুর পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান।
টাঙ্গাইল ১০ পৌরসভার শহর উন্নয়ন প্রকল্পের অধিনে মির্জাপুর পৌরসভায় ২৩ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ হচ্ছে বলে মির্জাপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেন জানিয়েছেন।
এ সময় মির্জাপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আইরিন সুলতানা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল হাসনাত আকন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন প্রকল্পের ঠিকাদারগন উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) মির্জাপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ মঞ্জুর হোসেন ও উপ-সহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেন জানান, টাঙ্গাইল ১০ পৌরসভার শহর উন্নয়ন প্রকল্পের অধিনে মির্জাপুর পৌরসভার ৯ ওয়ার্ডে ২৩ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজ হচ্ছে।
গুরুত্বপুর্ন প্রকল্পগুলো হচ্ছে মির্জাপুর পুরাতন বাস স্টেশন হতে কুমুদিনী হাসপাতাল পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মান, পুষ্টকামুরী এলাকায় সড়ক ও জনপথ বিভাগ অফিসের পুর্বপাশ হতে সাবকে এমপির বাসা পর্যন্ত রাস্তার উন্নয়ন, থানা মোড় হতে বাওয়ারকুমারজানি ও মা সিএনজি পর্যন্ত রাস্তার উন্নয়ন, বংশাই রোডের রেলওয়ের রাস্তার মোড় হতে বাওয়ারকুমারজানি রাস্তার উন্নয়ন, পৌরসভা হতে মির্জাপুর মহিলা কলেজ পর্যন্ত রাস্তার উন্নয়ন, বাওয়ারকুমারজানি হতে হাতেম টাউন রাস্তার উন্নয়ন, বাবু বাজার হতে সরিষাদাইর পর্যন্ত রাস্তার উন্টনয়ন, থানা মোড় হতে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের পুর্ব পাশের রাস্তা উন্নয়নহ বেশ কয়েকটি গুরুত্বপুর্ন রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়র কাজ হচ্ছে।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এবং মির্জাপুর পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান বলেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্ময় করে বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কাজ তদারকি করা হচ্ছে। পৌরবাসি সেবা প্রদান এবং পৌরসভাকে ঢেলে সাজানোই আমার মুল লক্ষ।

Discussion about this post