টাঙ্গাইলের মির্জাপুরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১০টি প্রকল্প হচ্ছে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন-২ প্রকল্প, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু মানসিক বিকাশ, বিনিযোগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসুচী এবং সবার জন্য বিদ্যুৎ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) আবুল হাসেম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ক বিস্তারিত তুলে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম এবং এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ। কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২০ জুন-২০২২//