Print Date & Time : 21 July 2025 Monday 9:02 pm

মির্জাপুরে প্রধানমন্ত্রীর ৭৭ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল


মীর আনোয়ার হোসেন টুটুল
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্ম দিন উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মির্জাপুর ক্লাব এবং কেন্দ্রীয় কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং মির্জাপুর ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, ছাত্রলীগের সাবেক সভাপতি ও এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিকসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্তসহ আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।