মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে সিংগাপুর প্রবাসিদের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। টাঙ্গাইল কিং-১২ নামে একটি বেসরকারী সংগঠন প্রতি বছরের ন্যায় এ বছরও তাদরে প্রচেষ্টায় এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেছে বলে সংগঠনের সদস্যগন জানিয়েছেস।
আজ রবিবার (১ মার্চ) সকালে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের চেয়ারম্যানের বাসভবনে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতিটি ব্যাগে ছিল চাল, ডাল, আলু, লবন, সেমাই, চিনি, সাবান ও দুধ। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ও সংগঠনের এডমিন মিয়া মোঃ রবিন।
উল্লেখ্য যে, টাঙ্গাইল জেলার বিভিন্ন থানার সিঙ্গাপুর প্রবাসীরা মিলে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেছে এবং এরই ধারাবাহিকতায় প্রতি বছর গরীব ও অসহায় মানুষের তালিকা করে তাদের কাছে ‘ঈদ সামগ্রী’ বিতরণ করা হয়।

Discussion about this post