নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে লতিফুর ইউনিয়নের পরিক্ষিত ও ত্যাগী প্রয়াত ডা. আইন উদ্দিন, খন্দকার জয়নাল আবেদীন, মো. গোলাম মোস্তফা, মো. বেলাল হোসেন ও খাজা মোস্তফা বিএনপির এই নেতাদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১ নভেম্বর) লতিফপুর ইউনিয়নের গোড়াকি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগা মাঠে প্রয়াত বিএনপির নেতাদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতয়ি নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ^বিদ্যালয়ের মহসীন হলের সাবেক জিএস মো. সাইদুর রহমান সাইদ সোহরাব।
বিএনপি নেতা ও লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন রনির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি মো. সাইদুর রহমান সাইদ সোহরাব, পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা, বিএনপি নেতা হাজী সোহরাব হোসেন, মো. মোবারক হোসেন, দুলাল মিয়া, মাহবুবুর রহমান মাহবুব, হামিদুর রহমান লাঠু উথ্থান ও খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জুযেল মাহমুদ।
প্রধান অতিথির বক্তৃতায় মো. সাইদুর রহমান সাইদ সোহরাব বলেন, দুর্নীতিকে উৎখাত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে তারুন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনবো। তিনি আরও বলেন, গত ১৫ বছর ফ্যাসিস আওয়ামীলীগ সরকার এ দেশে দুর্নীতির রাজত্ব কায়েম করে দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেল খাটিয়েছে। আন্দোলনের মাধমে বাংলার জনগন স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামীলীগকে এ দেশ থেকে চিরকালের জন্য বিতারিত করেছে। তারা যাতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহবান জানন। আগামী নির্বাচনে দল তাকে মনোয়ন দিলে এলাকার উন্নয়নে বিপুল ভোটের মাধ্যমে তাকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন।