মীর আনোয়ার হোসেন টুটুল:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) উপজেলার রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম।
মির্জাপুর উপজেরা গার্ল গাইডস এসোসিয়েশনের কমিশনার ও রশিদ দেওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. জান্নাতুল ফেরদৌস। বক্তব্য রাখেন টাঙ্গাইল সদরের বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টাঙ্গাইল জেলা গার্ল গাইডস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেসমিন আক্তার বন্যা, বংশাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, টাঙ্গাইল কটনস মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেন ও বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল প্রমুখ।

Discussion about this post