পাঁচ ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর পাল্লা ভারি
নবম ধাপে আগামী ১৫ জুন টাঙ্গাইলের মির্জাপুরে ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ শুক্রবার (২৭ মে) প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে। প্রতিক বরাদ্ধ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস চত্তর ছিল প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের উৎসব মুখর পরিবেশ। ভোটারদের মধ্যে প্রাপ্ত তথ্য ও এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে ছয় ইউনিয়নের মধ্যে ৫ ইউপিতে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচারনায় বেশ এগিয়ে রয়েছে।
আজ শুক্রবার উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, আগামী ১৫ জুন উপজেলার ফতেপুর, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, আজগানা, ও তরফপুর এই ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত মহিলা আসনে ৫৯ জন এবং সাধারন আসন পুরুষ ১৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকার প্রার্থীরা হচ্ছেন, লতিফপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. জাকির হোসেন, তরফপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মোল্লা, আজগানা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের সিকদার, বহুরিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ও সাবেক চেয়ারম্যান মো. আবু সাইদ মিয়া (ছাদু), ভাওড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আমজাদ হোসেন এবং ফতেপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রউফ মিয়া।
এদিকে সাধারন ভোটার ও কর্মী সমর্থকরা জানিয়েছেন, নৌকার ৬ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ৪ এবং স্বতন্ত্র এবং বিএনপি ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থী ১৮ জন রয়েছে। বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম সিকদার এবং মো. হুমায়ুন তালুকদার জানিয়েছেন, তারা সাধারন জনগনের মনোনীত প্রার্থী। এলাকায় তাদের যতেষ্ট অবদান রয়েছেন। নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন হলে তারা বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবেন। একই কথা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী মো. রেজাউল করিম বাবুল, মো. শরিফুর রহমান শরিফ, মোশারফ হোসেন এবং মাসুদুর রহমান মাসুদ রানা।
অপর দিকে নৌকার মনেনীত প্রার্থী মো. আমজাদ হোসেন, জাকির হোসেন ও আবু সাইদ মিয়া ছাদ্র জানিয়েছেন, তারা আওয়ামীলীগের মনোনীত এবং জননেত্রী শেখ হাসিনার প্রার্থী। এলাকার ধারাবাহিক উন্নয়নে জনগন তাদরে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন বলে আশা করছেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ফতেপুর ইউনিয়নে প্রচারনায় এগিয়ে রয়েছেন আওয়ামীলীগের বিদ্রাহী ও স্বতন্ত্র প্রার্থী এবং উপজেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন তালকদার, দ্বিতীয় অবস্থানে রয়েছেন অপর স্বতন্ত্র প্রার্থী মো. আফসার উদ্দিন এবং তৃতীয় অবস্থানে রয়েছেন আওায়ামীলীগের নৌকার প্রার্থী আব্দুর রউফ মিয়া। ভাওড়া ইউনিয়নে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী মো. আমজাদ হোসেন, দ্বিতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী মো. সামুদুর রহমান মাসুদ, তৃতীয় অবস্থানে মো. সাহিদুর রহমান খান সাইদ। বহুরিয়া ইউনিয়নে প্রচারনায় সমানে সমানে রয়েছেন নৌকার প্রার্থী আবু সাইদ মিয়া ছাদু, স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম বাবুল এবং তৃতীয় অবস্থানে আব্দুস সালাম । লতিফপুর ইউনিয়নে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী মো. জাকির হোসেন, দ্বিতীয় অবস্থানে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ও তৃতীয় অবস্থানে আলী হোসেন রনি অবস্থানে। আজগানা ইউনিয়নে এগিয়ে রয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম সিকদার রফিক, দ্বিতীয় অবস্থানে নৌকার প্রার্থী মো. আব্দুল কাদের সিকদার এবং তৃতীয় অবস্থানে আবুল হোসেন ভেন্ডার। তরফপুর ইউনিয়নে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.শরিফুর রহমান শরিফ, দ্বিতীয় অবস্থানে নৌকার প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লা. তৃতীয় অবস্থানে মো. আজিজ রেজা ও মো. আনোয়ার সাইদ।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপুর্ন ভাবে গ্রহনের লক্ষে নির্বাচন কমিশনের দিক নির্দেশনায় তাদের সকল প্রকার প্রস্তুতি রয়েছে। কমিশনের নির্দেশনায় আগামী ১৫ জুন মির্জাপুর উপজেলার ছয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Discussion about this post