টাঙ্গাইলের মির্জাপুরে প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ডিসি-এসপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১১ জুন) বিকেলে প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
প্রেস ক্লাবের সভাপতি নিরঞ্জন পালের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সোহেল মোহসীন শিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ^াস ও সাবেক সাধারন সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ বাবর প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১২,২০২২//