মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিলুপ্তপ্রায় ১৪ হাজার দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ করা হচ্ছে।
তিন দিনে ভাওড়া, গোড়াই, জামুর্কি ও ওয়ার্শি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের উদ্যোগে বিলুপ্তপ্রায় চার হাজার বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিনামুল্যে বিতরণ করা হয় বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্র জানিয়েছে।
চারটি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে চারটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, গোড়াই ইউনিয়নের চেয়ারম্যান হাজী হুমায়ুন কবীর, ভাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, জামুর্কি ইউনিয়নের চেয়ারম্যান ডি এ মতিন, ওয়ার্শি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক হুরমহল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এএসএম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে নারী পুরুষদের মাঝে বিনামুল্যে বিলুপ্তপ্রায় দেশীয় ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হবে।
দৈনিক দেশতথ্য//এইচ//