Print Date & Time : 14 May 2025 Wednesday 4:17 am

মির্জাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
”দূর্ঘটনা দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস প্রাঙ্গনে উদ্ধোধনীসহ আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান।
মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ,মির্জাপুর থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই মো. সোহেল মিয়া, এ´প্লোর গার্মেন্টেসের জেনারেল ম্যানেজার মো. কদ্দুস উল আলম।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীগনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনি´ মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেণ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//