মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার বিভিন্ন রাস্তা ও ফুটপাত দখল হয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর মির্জাপুর পৌরসভার উদ্যোগে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান।
এ সময় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদিল খান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আব্দস সালাম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আবুল হাসনাত আকন্দ, কাউন্সিলর আব্দুল জলিল, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ দুলাল, শামীম হোসেন, মহিলা কাউন্সিলর, মির্জাপুর বাজার বণিক সমিতির সভাাপতি মো. গোলাম ফারুক সিদ্দিকী, পরিবহন শ্রমিক নেতা আলী হোসেন, অটো-টেম্পো মালিক ও শ্রমিক নেতা মোতালেব মিয়া ও মো. আজাহার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান বলেন, মির্জাপুর পৌরসভা একটি প্রথম শ্রেণেীর পৌরসভা। ২০০০ সালে পৌসভা গঠিত হলেও সুযোগ সুবিধা তেমান বাড়েনি। পৌরসভার বিভিন্ন রাস্তা ও ফুটপাত দখল করে একটি অসাধু চক্র দোকাট পাট গড়ে তোলায় প্রতিনিয়তই ঘন্টার পর ঘন্টা যানজট সৃষ্টি হচ্ছে। এতে করে পৌরবাসিসহ বিভিন্ন রাস্তা দিয়ে চলাচলকারী সাধারন জনগনের চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। পরিচ্ছন্ন রাস্তাঘাট ও যানজট মুক্ত নগরী গড়ে তোলার জন্য জন্য পৌরসভার বিভিন্ন রাস্তায়র উপর থেকে অবৈধ দোকাপাট উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। রাস্তার উপর কোন অবস্থায় অবৈধ দোকান বসতে দেওয়া হবে না। তাদের এ অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Discussion about this post