Print Date & Time : 5 July 2025 Saturday 11:45 pm

মির্জাপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :টাঙ্গাইলের মির্জাপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা পেয়েছে এলাকার কয়েক শতাধিক রোগী।

গতকাল শুক্রবার (২ নভেশ^র) টাঙ্গাইল মির্জাপুরে বানাইল ইউনিয়নে ভাবখন্ড এলাকায় দিন ব্যাপি এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী শামসুল আলম খান মোমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগন ডায়াবেটিকস, রক্তের গ্রুপ, প্রেসার, ওজন, দাঁত, কান, নাক, গলা, চোখ, কিডনী ও লিভারসহ বিভিন্ন রোগের বিনামুল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ দেওয়া হয়েছে।
প্রকৌশলী শামসুল আলম খান মোমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ডা. মো. শাহিনুর রহমান খান শাহিন জানিয়েছেন, এই সংস্থার উদ্যোগে দীর্ঘ দিন ধরে টাঙ্গাইল, মির্জাপুর, ঢাকা ও কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিনামুল্যে চিকিৎসা সেবা, অসহায়দের সাহায্য প্রদানসহ বিভিন্ন উন্নয়নমুলক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//