মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুরনো ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বংশাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী আলহাজ¦ মো. আতিকুল ইসলাম সিকদার। ইতিপুর্বেও তিনি বংশাই স্কুল এন্ড করেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করেছেন। শিক্ষা বোর্ডের অনুমোদিত নতুন কমিটির প্রথম সভা আজ মঙ্গলবার (২৮ জুন) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বংশাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন কমিটির অপর সদস্যগন হলেন বংশাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন (সদস্য সচিব), দাতা সদস্য মো. আব্দুল হালিম সিকদার, অভিভাবক সদস্য মো. মোতালেব মিয়া, মো. আক্তারুজ্জামান, মো. সোহেল রানা, মো. ফরহাদ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ফাহিমা আক্তার, টিআর সদস্য মো. শফিকুল ইসলাম ও মো. শহিদুল ইসলাম এবং মহিলা সদস্য সন্ধ্যা রানী সরকার।
এ ব্যাপারে নবনির্বাতি কমিটির সভাপতি আলহাজ¦ মো. আতিকুল ইসলাম ও সদস্য সচিব ও বংশাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন বলেন, প্রথম সভা সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সকল সদস্য শিক্ষার উন্নয়নে একযোগে কাজ করে যাবেন বলে অঙ্গিকার করেছেন।
এদিকে নবনির্বাচত কমিটির সভাপতিসহ সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দর জানিয়েছেন, ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post