মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩১ জুলাই) মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট বহুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (১-০) গোলে পুষ্টকামুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের খেলোয়াড় তানজীম ম্যান অব দা ম্যাচ হয়ে পুরষ্কার লাভ করে।
অপর দিকে বঙ্গমাতা ফুটবল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বংশীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় (১-০) গোলে লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের ফাতেমা ম্যান অব দা ম্যাচ হয়ে পুরষ্কার লাভ করে। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন খান আহমেদ শুভ এমপি। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসরলম, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ও প্রাথমিক শিক্ষা অফিসার মো. শরীফ উদ্দিনসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Date & Time : 11 September 2025 Thursday 8:24 am