Print Date & Time : 10 May 2025 Saturday 7:55 pm

মির্জাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মির্জাপুরে উৎসব মুখর পরিবেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩১ জুলাই) মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের কালিবাড়ি মাঠ প্রাঙ্গনে এ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়ােজক ছিলেন মির্জাপুর উপজেরা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।

প্রথম পর্বে বঙ্গমাতা ফুটবল ম্যাচে মেয়েদের মধ্যে বংশীনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় (১-০) গোলে উফুলকী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলেল খেলোয়ার শারমিন আক্তার ম্যান অব দা ম্যাচ হয়ে পুরষ্কার লাভ করে।
অপর দিকে ২য় পর্বে বঙ্গবন্ধু ফুটবল ম্যাচে ছেলেদের মধ্যে নওগা সরকারী প্রাথমিক বিদ্যালয় (১-০) গোলে থলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এই দলের খেলোয়ার ইমরান হোসেন ম্যান অব দা ম্যাচ হয়ে পুরষ্কার লাভ করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ওয়ার্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মল্লিক হুরমহল, মির্জাপুর থানার ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ও উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন

দৈনিক দেশতথ্য//এল//