Print Date & Time : 22 April 2025 Tuesday 7:58 am

মির্জাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :

টাঙ্গাইলের মির্জাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) শুরু হয়েছে।

আজ শনিবার (১০ জুন) উৎসব মুখর পরিবেশে বিকেলে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদয়ি স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।

উদ্বোধনী দিনে দুটি ম্যাচে ওয়ার্শি ইউনিয়ন পরিষদ (১-০) গোলে ভাওড়া ইউনিয়ন পরিষদকে এবং লতিফপুর ইউনিয়ন পরিষদ (১-০) গোলে বাঁশতৈল ইউনিয়ন পরিষদকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ন হয়েছে। ৭ দিন ব্যাপি ফুটবল ম্যাচ শেষে আগামী ১৭ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

আজ শনিবার (১০ জুন) উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরফি মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ও উপজেলা পরিষদের পরিষদের ভাইস চেয়ারম্যানস মীজা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি শাকিলা বিনতে মতিন এবং সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, ফুটবল একটি জনপ্রিয় খেলা। তরুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//