Print Date & Time : 5 July 2025 Saturday 4:17 pm

মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে এমপির গাছের চারা রোপন ও বিনামুল্যে বিতরণ


মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে (বিএনবি উচ্চ বিদ্যালয়ে) বিভিন্ন প্রজাতির ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপন এবং ৬০০ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বিনামুল্যে চারা বিতরণ করা হয়েছে। চারা রোপন ও বিতরণ অনুষ্ঠানের আয়োজক ছিলেন বেসরকারী সংস্থা বাসা ফাউন্ডেশন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় কলেজের সাবেক পরিচালক ও বাসা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এ কে এম শরীফুল ইসলাম শরীফ। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দারসহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ এবং উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৃক্ষ রোপনের পর বিদ্যালয়ের ৬০০ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।