Print Date & Time : 10 May 2025 Saturday 11:49 pm

মির্জাপুরে বরাটী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠান


মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং এফবিসিসিআইয়ের পরিচালক খান আহমেদ শুভ এমপি বলেছেন আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে শিক্ষার উন্নয়ন হয়। তিনি বলেন আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর প্রথম ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালের সালের মধ্যে স্মাট বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন। প্রতিটি শিক্ষার্থী যেন শিক্ষার জন্য সমান সুযোগ পায় এ জন্য শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে পাঠদানের অনুরোধ জানান। তিনি আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরও বলেন, আজকের শিশুই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। বর্তমান সরকার শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, যোগাযোগ ব্যবস্থা, ব্রিজ কালভার্ট, শতভাগ বিদ্যুৎ ব্যবস্থা, স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে সমান ভাবে উন্নয়ন করে যাচ্ছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনের নেতৃত্বে মির্জাপুরের উন্নয়নে নৌকায় ভোট প্রদানের জন্য অভিভাবকসহ সুধীজনদের অনুরোধ জানান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলহাস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ এস এম মোজাহিদুল ইসলাম মনির প্রমুখ। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মো. সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, খান আহমেদ শুভ এমপির ব্যক্তিগত একান্ত সহকারী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, উপজেলা শিক্ষা প্রকৌশল অফিসের সহকারী প্রকৌশলী মো. নাজমুল কাদিরসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। এর আগে খান আহমেদ শুভ এমপি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আঞ্চলিক সড়ক ধল্যা-বরাটী রাস্তার নির্মান কাজের ভিত্তি ফলক উন্মোচন করেন।