মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা, নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ-এই প্রতিপাদ্য নিয়ে র্যালি, সভা ও নারী জয়িতাদের পুরষ্কারের মাধ্যমে ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।আজ শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাট ও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আমেদ শুভ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে বক্তব্য রাকেন, উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান মো. আাজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সঞ্চয় কুমার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন জাহান এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রমুখ। পরে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ নারী জয়িতার হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//