Print Date & Time : 25 August 2025 Monday 2:06 am

মির্জাপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের গণ অনশন কর্মসুচী পালন


মীর আনোয়ার হোসেন টুটুল,
সাত দফা দাবী আদায়ের লক্ষে বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান-ঐক্য পরিষদ গণ অনশন কর্মসুচী পালন করেচে। আজ শনিবার (২২ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ধর্মীয় রাষ্ট্র নয় ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই এই-স্লোগানে কর্মসুচী পালণ করে। কসাত দফা আদাবী ছিল ২০১৮ সালের নির্বাচনী ইস্তেহারে সরকারি দলের প্রতিশ্রুতি সংখালঘু আইন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন দেবোত্তর সম্পত্তি সংরক্ষন আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কর আইনের যথাযথ বাস্তবায়ন সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন সহ সমধিকার বাস্তবায়নের দাবী।
সকালে কলেজ রোডে মির্জাপুর এস কে পাইলট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখা এ ঘন অনশন কর্মসুচীর আয়োজন করে। বক্তব্য রাখেন, বাংলাদেশ- হিন্দু -বৌদ্ধ খ্রিষ্টান -ঐক্য পরিষদ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি বাবু উত্তম কুমার সেন (লালু), সাধারন সম্পাদক নিরাঞ্জন পাল, মির্জাপুর উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক সুরঞ্জন শেঠ তাপস, সদস্য সচিব সুশিল কুমার সরকার ও প্রমথেস গোষ্মামী সংকর প্রমুখ।