Print Date & Time : 8 May 2025 Thursday 5:13 am

মির্জাপুরে বাইপাস এলাকায় অসমাপ্ত ড্রেন এখন গলারকাটা, ভেঙ্গে যাচ্ছে ঘরবাড়ি বিপাকে এলাকাবাসি


মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে বাইপাস এলাকায় অসমাপ্ত ড্রেন এখন গলার কাটা হয়ে দাড়িয়েছে। অসমাপ্ত ড্রেনের পানিতে ভেঙ্গে যাচ্ছে ঘরবাড়ি। ফলে বিপাকে পরেছেন বাইপাস এলাকার অর্ধশতাধিক পরিবার ও এলাকাবাসি। আজ রবিবার (১৯ জন) বাইপাস এলাকায় গিয়ে দেখা গেছে, ড্রেনের পানিতে ক্ষতিগ্রস্থ্য ঘরবাড়ি।
এলাকাবাসি জানায়, মির্জাপুর পৌরসভার বংশাই রোড এবং বাইপাস ছিল জনদুর্ভোগ এলাকা। একটু বৃষ্টি হলেই রাস্তার উপর হাটু পানি জমে থাকতো। প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেনের প্রচেষ্টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক একসেস নির্মানকারী প্রতিষ্ঠান মোনায়েম এন্ড কোং বাইপাস উত্তর পাশে ড্রেন নির্মানের কাজ শুরু করেন। চুক্তি অনুযায়ী বাইপাসের পুষ্টকামুরী পুর্বপ্রাপ্ত থেকে ড্রেন নির্মান শুরু হয়ে পুষ্টকামুরী মাঝিপাড়া ব্রিজের খালে গিয়ে ড্রেন নির্মান শেষ হওয়ার কথা। ঠিকাদারী প্রতিষ্ঠান ড্রেন নির্মান শুরু করলেও মির্জাপুর ফিলিং স্টেশন (আসলামের তেলের পাম্প) পর্যন্ত কাজ করে বন্ধ করে চলে যায়। বাকী ড্রেন নির্মানের কাজ কবে শুরু হবে তা অনিশ্চিত হয়ে পরেছে। ড্রেন দিয়ে পানি খালে প্রবেশ করতে না পারায় পানি আশপাশের বাড়ি ঘরে প্রবেশ করে ভেঙ্গে যাচ্ছে ঘরবাড়ি। ফলে চরম বিপাকে ও ক্ষতিগ্রস্থ্য হচ্ছেন পুষ্টকামুরী মাঝিপাড়া এলাকার অর্ধশতাধিক পরিবারসহ এলাকাবাসি। এছাড়া ড্রেনের পানি রাস্তার উপর থাকায় চলাচল অত্যান্ত ঝুঁকিপুর্ন হয়ে পরেছে বলে এলাকার লোকজন াভিযোগ করেছেন।
ক্ষতিগ্রস্থ্যদের মধ্যে মাঝিপাড়ার বাসিন্দা সুকুমার (৫৬)সহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, ঠিকাদারী প্রতিষ্ঠান মোনায়েম এন্ড কোং লি. এর কর্মকর্তা-কর্মচারীদের বার বার অনুরোধ করা সত্তেও তারা ড্রেন নির্মান না করায় ড্রেনের পানি খালে প্রবেশ করতে পারছে না। এই ড্রেনের পানি তাদের বাড়িঘরে প্রবেশ করে বাড়িঘর ভেঙ্গে যাচ্ছে। এই ড্রেন এখন তাদের গলারকাটা হয়ে দাড়িয়েছে। ড্রেনটি দ্রুত নির্মান করে পানি খালে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তারা জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর পৌরসভার তিন নং ওয়ার্ড কাউন্সিলর মো. আলী আজম সিদ্দিকী বলেন, বাইপাস এলাকায় মোনায়েম এন্ড কোং লি. কিছু ড্রেন নির্মার করার পর অসমাপ্ত রেখে চলে গেছে। ফলে ড্রেনের পানি খালে প্রবেশ না করতে পেরে আশপামের বাড়িঘরে ঢুকে ঘরবাড়ি ভেঙ্গে যাচ্ছে। বিষয়টি মোনায়েম এন্ড কোং লি. কর্তৃপক্ষকে বার বার অনুরোধ করার পরও তারা কোন ব্যবস্তা নিচ্ছে না। পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল এবং কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মোনায়েম এন্ড কোং লি. এর প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) মো. আবু ইসহাকের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে অফিস সুত্র বলেছেন, মির্জাপুর বাইপাস এলাকায় ড্রেন নির্মানের বিষয়টি তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।