Print Date & Time : 5 July 2025 Saturday 3:31 pm

মির্জাপুরে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে  দুই জন নিহত- আহত ১০

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষে বাসের সুপারভাইজার ও এক নারীসহ দুই জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকা জনক বলে পুলিশ জানিয়েছে।

 নিহতরা হলেন বাসের সুপারভাইজার মুগনী মিয়া (৩৫) এবং নারী যাত্রী ফরিদা বেগম (৫০)।

গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানায়, আজ বুধবার (৩ জুলাই) নীলফামারি থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ও বিপরীত থেকে আসা একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।  সুপারভাইজার মুগনী মিয়ার পিতার নাম আব্দুল খালেক মিয়া। বাড়ি নীলফামারি জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামে। অপর দিকে নারী যাত্রী ফরিদা বেগমের স্বামীর নাম দুলাল মিয়া। বাড়ি নীলফামারী জেলার ডিমলা উপজেলার রামডাঙ্গা গ্রামে।

এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানায় মামলা হয়েছে বলে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন।