Print Date & Time : 11 May 2025 Sunday 7:50 pm

মির্জাপুরে বাড়ি বাড়ি ঘুরে ঈদ উপহার তুলে দিচ্ছেন সাংসদ খান আহমেদ শুভ


মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
পবিত্র রমজান এবং ঈদ উপলক্ষে বাড়ি বাড়ি ঘুরে দলীয় নেতাকর্মী এবং অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়ে যাচ্ছেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। তিনি মির্জাপুর উপজেলার কৃতি সন্তান টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জন নেতা মো. ফজলুর রহমান খান ফারুকের পুত্র। এছাড়া তিনি টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাটিজের সভাপতি এবং এফবিআইসিসির পরিচালক।
জানা গেছে, সম্প্রতি খান আহমেদ শুভ টাঙ্গাইল-৭ মির্জাপুর উপনির্বাচনী বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন। মাননীয় প্রধান মন্ত্রী তাকে ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদয়ি স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি মির্জাপুর উপজেলাকে ঢেলে সাজানোর কাজে ব্যস্ত হয়ে পরেন। শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মুলসহ প্রতিটি কাজে উন্নয়ন করে যাচ্ছেন। দলকে সুসংগঠিত রাখতে মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। আসছে ঈদ উপলক্ষে দলীয় নেতাকর্মী, গনমাধ্যমকর্মী এবং সাধারন জনগনকে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী তুলে দিয়ে যাচ্ছেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে জামা, পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি ও শুকনো খাবার। একজন সংসদ সদস্যের এমন ব্যবহারে খুঁশি এলাকার জনগন।