টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মির্জাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলানয়তনে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
এসিল্যান্ড মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজাহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক এবং বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে সরকারী অধিদপতরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post