বিটিভির সাবেক মহাপরিচালক, সাবেক যুগ্ম সচিব এবং সাবেক পিএসসির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. ওয়াজেদ আলী খান রাস্তার উদ্ধোধন করা হয়েছে। গতকাল শনিবার (২২ অক্টোবর) রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকারপাড়া গ্রামে প্রধান অতিথি হিসেবে এ রাস্তার উদ্ধোধন করেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী খানের ভাই সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মর্তুজ আলী খান, মির্জাপুর এস কে পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ইয়রেজী বিভাগের সিনিয়র শিক্ষক মো. লিয়াকত আলী খান, উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান, আওয়ামীলীগ নেতা এ এস এম মোজাহিদুল ইসলাম মনির, মো. সিরাজ মিয়া, মো. আমিনুর রহমান আকন্দ,ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদ রানা, এমপির একান্ত ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, ভাওড়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার রাকিবুল হাসান রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Discussion about this post