মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা :
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি পুর্নবাসন কর্মসুচীর আওতায় মির্জাপুর থানা পুলিশের সার্ভিস ডেস্কের সহযোগিতায় বিনামুল্যে পাকা ঘর পেলেন বিধবা অসহায় বিমাল বেগম (৬০)। প্রায় তিন লাখ টাকা ব্যয়ে পাকা ঘর নির্মাণ করে অসহায় ও দরিদ্র বিধবা বিমলা বেগমকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ রবিবার (১০ এপ্রিল) প্রধান মন্ত্রী গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বােধন করে। এ উপলক্ষে মির্জাপুর থানা হেল্প ডেস্ক সার্ভিস সেন্টার মিলনায়তনে উদ্বােধনী অনুষ্ঠানের আয়ােজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলেল সহকারী পুলিশ সুপার সার্কেল এসপি (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম মুসা। এ সময় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, সেকেন্ড অফিসার গোলাম মোস্তফাসহ পুলিশ সদস্যগন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ বলেন, সেবাই পুলিশের ধর্ম এবং পুলিশই জনতা, জনতাই পুলিশ-এই শ্লোগান নিয়ে মির্জাপুর থানা পুলিশ এলাকার জনগনের সঙ্গে নিরলস ভাবে কাজ করে আসছেন। মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বেগম দুল্যা গ্রামের মৃত ওয়াহেদ আলীর স্ত্রী বিধবা বিমালা বেগমকে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে একটি পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অসহায় বিধবা বিমলা বেগম বলেন, একটি ঘরের অভাবে স্বামীর মৃত্যুর পর পরিবার পরিজন নিয়ে মানবেতর ভাবে জীবন যাপন করে আসছিলাম। প্রধান মন্ত্রীর সহায়তায় মির্জাপুর থানা পুলিশ আমাকে মাথা গোজার ঠাই করে দিয়েছে। আমি সারা জীবন প্রধান মন্ত্রী এবং মির্জাপুর থানা পুলিমের কাছে কিতজ্ঞ থাকবো।
৯.কোটালীপাড়ায় নারী ও শিশু ডেস্কের উদ্বোধন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতাঃ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের ঘর হস্তান্তরের উদ্বোধন করা হয়।
আজ রবিবার কোটালীপাড়া থানার হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী, শিশু, বয়স্ক, প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের ঘর হস্তান্তরের উদ্বোধন করেন।
এ সময় কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, ওসি (তদন্ত) মোঃ জাকারিয়া, এসআই কাজী আজাদ, আব্দুল করিম উপস্থিত ছিলেন।