Print Date & Time : 6 July 2025 Sunday 12:52 am

মির্জাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ।।বিশ^ জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ জুলাই) টাঙ্গাইলের মির্জাপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

এবারের থিম হচ্ছে ৮শ’ কোটির পৃথিবী, সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি।

দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরের মুক্তির মঞ্চের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময়ে বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারন সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. সোহেলী শারমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম ও মীর্জা শামীমা আক্তার শিফা প্রমুখ উপস্থিত ছিলেন।

আর//দৈনিক দেশতথ্য//২১ জুলাই-২০২২//