Print Date & Time : 24 April 2025 Thursday 1:24 pm

মির্জাপুরে বিয়ের দাবীতে শিক্ষকের বাড়িতে ছাত্রীর অবস্থান: শিক্ষক সাসপেন্ড


মির্জাপুরে দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী বিয়ের দাবীতে এক শিক্ষকের বাড়িতে অবস্থান নিয়েছে। ঘটনা ধামাচাপা দিতে বুধবার (৯ মার্চ) দুপুরে বিদ্যালয়ে জরুরী শালিস বসে। শালিসে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এই ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসির মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি নবাব স্যার আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

জামুর্কি নবাব স্যার আব্দুল গনি উচ্চ  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দুই নং জামুর্কি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল জরিপ জানান, শিক্ষকরে নাম মো. হাফিজুর রহমান। তার গ্রামের বাড়ি পাকুল্যা পুর্বপাড়া গ্রামে। তিনি অত্র বিদ্যালয়ের আইসিটি (কম্পিউটার বিভাগের) সহকারী শিক্ষক। তার সঙ্গে একই বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। ছাত্রীর পিতা একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রেমের সম্পর্কের টানে গত সোমবার সহকারী শিক্ষক হাফিজুর রহমানের বাড়িতে বিয়ের দাবীতে ঐ ছাত্রী অবস্থান নেয়। বিয়ে না করলে ঐ ছাত্রী আত্নহত্যার হুমকি দেয়। ঘটনা জানাজানি হলে এলাকায় আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে মেয়েকে ফিরে পেতে তার পরিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান ডি এ মতিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলীর স্মরনাপন্ন হন। চেয়ারম্যানের উপস্থিতিতে বুধবার বিদ্যালয়ে এক শালিস বসে। শালিসে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী এবং ছাত্রীর পরিবার উপস্থিত ছিলেন। সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান ও তার পরিবার ঐ ছাত্রীকে শালিসে হাজির করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসির মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে ঘটনার সঙ্গে জড়িত সহকারী শিক্ষক মো, হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছাত্রীকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে দুই নং জামুর্কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডি এ মতিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিদ্যালয় এবং এলাকার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষে শালিসে ছাত্রীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিদ্যালয় কর্তৃপক্ষ।