Print Date & Time : 6 July 2025 Sunday 4:22 am

মির্জাপুরে বীরাঙ্গনা রবিজান বেগমসহ ৯০০শ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে বীরাঙ্গনা রবিজান বেগমসহ ৯০০শ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মির্জাপুর উপজেলা প্রশাসন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ সংসর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এড. মোশারফ হোসেন মনি, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুর রহমান শহিদ ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রমুখ। পরে বীরাঙ্গনা রবিজান বেগমসহ মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ৯০০শ বীর মুক্তিযোদ্ধার মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//