মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর(টাঙ্গাইল) সংবাদদাতা: তুচ্ছ ঘটনায় সাধন রাজবংশী (৬০) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৫ মে) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, তার পিতার নাম সনাতন রাজবংশী। সাধান রাজবংশী ও তার প্রতিবেশী সুশিল পাল ও তার ছেলে অরি পালের সঙ্গে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার কথাকাটাকাটির এক পর্যায়ে সুশিল পালের ছেলে সাধন রাজবংশীকে গলাটিপে হত্যা করে বলে তার পরিবার অভিযোগ করেন।
এদিকে ওয়ার্ড মেম্বার, ইউপি চেয়ারম্যানসহ বেশ কয়েকজন মাতাব্বর ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য শালিসের আয়োজন করে। সালিশে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানার ব্যবস্থা করা হলেও অভিযুক্ত সুশিল পালের ছেলে টাকা দিতে না পারায় শেষ পর্যন্ত ঘটনাটি পুলিশে গড়ায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার পুলিশ অফিসার মো. মোশারফ হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনা জানার পর পরই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর ্তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post