Print Date & Time : 6 May 2025 Tuesday 3:25 am

মির্জাপুরে বোরো ধান সংগ্রহ উদ্বোধন

মীর আনোয়ার হোসেন টুটুল: টাঙ্গাইলের মির্জাপুরে চলতি বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার ৫ মে দুপুরে উপজেলা সদরের খাদ্য গুদাম চত্বরে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, খাদ্য কর্মকর্তা রেবেকা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর ও উপপরিদর্শক মাসুদ রানা প্রমুখ।
উপজেলা খাদ্য অফিস সুত্র জানায়, চলতি মৌসুমে মির্জাপুরে বোরো ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ১ হজার ৫২২ মেট্রিক টন। মুল্য নির্ধারন করা হয়েছে ৩৬ টাকা কেজি দরে ১ হাজার ৪৪০ টাকা মন। প্রথম দিন বরদাম গ্রামের এক কৃষকসহ তিন জনের কাছ থেকে ৬ টন ধান কেনা হয়েছে বলে থাদ্য কর্মকর্তাগন জানিয়েছেন।