মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
মির্জাপুরে ঐতিহ্যবাহী ভারতেশ্বরী হোমসের ২০২৩ সালের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান এবং বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারী) ভারতেশ্বরী হোমসের শিক্ষকবৃন্দ জানান, নার্সারী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুই শতাধিক ছাত্রী বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহন করে।
গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সমাপনী দিনে ভারতেশ্বরী হোমসের সবুজ চত্তরে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক শ্রীমতি সাহা।
এ সময় পরিচালক সম্পা সাহা, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল মন্দিরা চৌধুরী, সিনিয়র শিক্ষিকা হেনা সুলতানাসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বিজয়ী ছাত্রীদের হাতে পুরষ্কার তুলে দেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post