Print Date & Time : 22 August 2025 Friday 12:17 pm

মির্জাপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন সভা


মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরন সভা আজ সোমবার (৩০ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। ক্যাম্পেইনের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো, হাফিজুর রহমান। আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত মির্জাপুর উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজ সোমবার অবহিতকরন সভার এায়াজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এস এম মনসুর মুসা, মির্জাপুর থানার ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ এবং ডা. হাসিবা ইয়াজদী ( এম, ও) প্রমুখ।