Print Date & Time : 10 May 2025 Saturday 9:36 pm

মির্জাপুরে ভুমিহীন ৩৩ পরিবারকে পূনর্বাসনের উদ্যোগ


মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ভূমিহীন ৩৩ অসহায় পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন
গোড়াই ইউনিয়নের দেওহাটা এলাকায় তাদের জন্য জমি বরাদ্ধসহ ঘর করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রবিবার (১৭ জুলাই) মির্জাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন ভূমিহীন পরিবারের সঙ্গে কথা বলে তাদের সরকারী জমি ছেড়ে দিয়ে পুনবাসন কেন্দ্রে আসার জন্য অনুরোধ করেছেন। আগামী ৬-৭ দিনের মধ্যে তাদের সরে আসার জন্য বলা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. হুমায়ুন কবীর, সহকারী কমিশানর ( ভুমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, বিসিক শিল্পপার্ক স্থাপন প্রকল্পের সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান বলেন, গোড়াইতে শিল্প পার্ক স্থাপনের কাজ শেষ হলে এলাকার বেকারদের জন্য নতুন নতুন কর্মসংস্থানসহ নবদিগন্তের সুচনা হবে। জেলা প্রশাসক মহোদয় এবং উর্ধ্বতন কতৃপক্ষের দিক নির্দেশনা ও পরামর্শে ক্ষতিগ্রস্থ্য ভূমিহীন পরিবারগুলো যেন পুনবাসনের সুযোগ পান সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এল//