Print Date & Time : 23 August 2025 Saturday 5:21 pm

মির্জাপুরে ভূমি অফিসের বার্ষিক বনভোজন

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃমির্জাপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের উদ্যোগে বার্ষিক বনভোজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বেসরকারী সংস্থা বাসা এনজিওর রিসোর্ট সেন্টারে এ বনভোজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান।
আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আমিনুর ইসলাম বুলবুল জানান, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস, মির্জাপুর পৌরসভা এবং ১৪ ইউনিয়নের ভূমি অফিসের উদ্যোহে প্রতি বছরের মত এ বছরও উৎসব মুখর পরিবেশে বার্ষিক বনভোজন এবং মনোজ্হ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মীর্জা শামীমা আক্তার শিফা, বিআরডিবির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//