Print Date & Time : 17 July 2025 Thursday 10:49 pm

মির্জাপুরে ভূমি জটিলতায় মডেল মসজিদনির্মান অনিশ্চিত!

মীর আনোয়ার হোসেন টুটুল মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:

ভূমি অধিগ্রহণসহ আমলাতান্ত্রিক জটিলতার কারনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মান অনিশ্চিত হয়ে পরেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত পাঁচ বছর ধরে চলছে চিঠি চালাচালি। পাঁচ বছরেও মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মান না হওয়ায় প্রকল্পের টাকা ফেরত যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২০ জুন) মির্জাপুর উপজেলার বাইমহাটি এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের জন্য একটি সাইন বোর্ড ঝুলছে।

জানা গেছে, ২০১৭ সালে সারা দেশে ৫৬৪ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের জন্য উদ্যোগ নেন সরকার। এর বিপরীতে ৮ হাজার ৭২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের তত্তাবধানে গণপূর্ত অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদয়ি স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও প্রয়াত সাবেক এমপি বীল মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. একাব্বর হোসেনের সহযোগিতায় মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটি মৌজায় ১৩ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
এই প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বাইমহাটি মৌজার জমিতে ইসলামিক ফাউন্ডেশন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের জন্য ৩৪ শতাংশ ভূমি অধিগ্রহনের জন্য প্রস্তাব পাঠান। মন্ত্রনালয়ের নির্দেশনায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের জন্য জমির প্রয়োজন হয় ৪০ শতাংশ। প্রস্তাবিত ০৬ শতাংশ জমি কম থাকায় এবং ভূমি নিচু হওয়ায় উক্ত প্রস্তাব ফেরত আসে এবং জমি অধিগ্রহণে দেখা দেয় নানা আমলাতান্তিক জটিলতা। আমলাতান্ত্রিক জটিলতা এবং চিঠি চালাচালিকর কারনে গত পাঁচ বছরেও মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের জন্য স্থান নির্বাচন সম্ভব হয়নি। ফলে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মান অনিশ্চিত হয়ে পরেছে।

এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন মির্জাপুর অফিসের সুপারভাইজার মো. মাইনুদ্দিন বলেন, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মান হলে এখানে হজ¦ যাত্রীদের রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ, ইমাম প্রশিক্ষণ, গবেষণা কেন্দ্র ইসলামিক লাইব্রেরী, অটিজম কর্নার, দাফন পুর্বক আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হেফজ খানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা ব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কর্মকান্ড ও ইসলামের দাওয়াতের জন্যে সম্মেলন কেন্দ্র, নামাজের জন্য মহিলাদের সু-ব্যস্থা, ইসলামি বই বিক্রি কেন্দ্র ও মসজিদসহ দেশি-বিদেশীদের থাকার সু-ব্যবস্থা থাকবে। তিনি ভূমি জটিলতাসহ সকল আমলাতান্ত্রিক জটিলতা দুর করে দ্রুত সময়ের মধ্যে মির্জাপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের জোর দাবী জানিয়েছেন।

এ ব্যাপারে ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা শাখার উপ পরিচালক মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মির্জাপুরে ভূমি জটিলতার কারনে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের কাজ বিলম্ব হচ্ছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের এলএ শাখা এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করে ০৬ শতাংশ ভূমি অধিগ্রহনের জন্য কাজ করছেন। আশা করা হচ্ছে অল্প কিছু দিনের মধ্যে ভূমি জটিলতার সমস্যার সমাধান হবে।

এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, মির্জাপুর উপজেলায় বাইমহাটি মৌজায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের ৩৪ শতাংশ জমি রয়েছে। মাননীয় সাংসদ খান আহমেদ শুভ এমপির সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় আরও ০৬ শতাংশ জমি অধিগ্রহনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তিনিও সার্বক্ষনিক খোঁজ খবর রাখছেন। আশা করা হচ্ছে অল্প কিছু দিনের মধ্যে অনুমোদন পাওয়া যাবে। অনুমোদন পেলেই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মানের কাজ শুরু করা যাবে।