Print Date & Time : 11 May 2025 Sunday 8:24 am

মির্জাপুরে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে মঙ্গল শোভা যাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। বেলা এগাটার দিকে উপজেলা পরিষদ চত্তরের মুক্তির মঞ্চ থেকে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোড প্রদক্ষিন করে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভুমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দুর্লভ বিশ্বাস প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এল//