মুল্যবোধ, নৈতিকতা, পরার্থপরতা ও দেশপ্রেমে তরুণ সমাজকে উদ্ধুদ্ধকরণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) বেলা এগারটায় টাঙ্গাইলের মির্জাপুরে প্রেস ক্লাব মিলনায়তনে কিউ আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বেসরকারী স্বেচ্ছা সেবী সংস্থা বাসা এনজিওর নির্বাহী পরিচালক এ কে এম সিরাজুল ইসলাম সিরাজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক পরিচালক ডা. শরিফুল ইসলাম শরিফ, প্রেস ক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, , সাবেক সভাপতি অধ্যাপক দুর্লভ বিশ্বাস, জাহাঙ্গীল হোসেন, হারুন অর রশিদ, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুল, সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী ও বাসা এনজির কর্মকর্তা লিখন প্রমুখ। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণীর শিক্ষক, সাংবাদিক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//৪ জুন-২০২২//