Print Date & Time : 5 September 2025 Friday 5:21 pm

মির্জাপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা

মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা হয়েছে।

মির্জাপুর উপজেরা শিল্পকলা একাডেমির কথক শিল।পীগোষ্টি ও শিল্পীদের পরিচালনায় এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

ব্যতিক্রধর্মী এ সাংস্কৃতিক সন্ধ্যার মুল আয়োজক ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট্য সংগীত ও নৃত্যশিল্পী মাকসুদুল আলম রিপন, সংগীত ও চিত্র শিল্প হুমায়ুন কবীর এবং কবি ও সাহিত্যিক জহিরুল ইসলাম শেলী।

অনুষ্ঠান উপভোগ করতে সন্ধ্যার পর থেকেই উপজেলা পরিষদ মিলনায়তন দর্শক-শ্রোতা উপস্থিত হন।

কবিতা আবৃত্তি, নাচ, গান ও ভিন্নধর্মী আলোচনা সভা পুরো অনুষ্ঠানকে মাতিয়ে রাখে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেরা পরিষদের প্রশাসক এ বি এম আরিপুল ইসলাম এর সহধর্মীনি, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও পৌরসভার প্রশাসক মাসুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা বাবু শুভাশিস কর্মকারসহ টাঙ্গাইল থেকে আসা সম্মানিত অতিথিবৃন্দ।

এ ব্যাপারে সংগীত ও নৃত্যশিল্পী মাকসুদুল আলম রিপন, চিত্র শিল্প হুমায়ুন কবীর এবং কবি ও সাহিত্যিক জহিরুল ইসলাম শেলী বলেন, সমাজ থেকে বিনোদন ও সংগীত চর্চা দিন দিন হারিয়ে যাচ্ছে।

বিনোদনকে জাগিয়ে রাখতে মির্জাপুর উপজেলা শিল্পকলা একাডেমি নানা উদ্যোগ হাতে নিয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শিল্পকলা একাডেমির কথর এর আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন থাকবে বলে তারা আশা করছেন।

এম/দৈনিক দেশতথ্য//