মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ।। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় চলতি বছর শারদীয়া দূর্গা পূজায় সর্বাধিক ২৫৯ মন্ডপে দুর্গা পুঁজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরীর ধুম। প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে।
স্থানীয় এমপি খান আহমেদ শুভ এবং উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমান জানিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার। মির্জাপুরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মন্ডপে মন্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। টাঙ্গাইল জেলা তথা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশী মন্ডপ তৈরী হচ্ছে মির্জাপুরে। এ জন্য আইন-শৃঙ্গলার ব্যবস্থা জোরদার করা হয়েছে। সনাতন ধর্মের লোকজন যাতে নির্বিগ্নে পূজা উদযাপান করতে পারেন সে জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন মন্ডপে মন্ডপে ঘুরে দেখা গেছে, মন্ডপে মন্ডপে কারীগরগন নিপুন হাতে গনেশ, স্বরসতি, কার্তিক, অসুর, সিংহ, পেঁচা, ইদুর, হাঁস, ময়ুর, সাপ, লক্ষি, মহাদেব ও লক্ষি কটেইকে তৈরী করছেন। প্রতিমা তৈরী এবং প্রতিমায় রং তুলির আচর শেষ করতে আরও কয়েকদিন সময় লাগবে। কারীগরগন জানিয়েছেন নানা প্রতিকুলতার মধ্যে তাদের এই পেশা টিকিয়ে রাখতে হচ্ছে। যে মজুরী পাওয়া যাচ্ছে তাতে তাদরে সংসার চালানো খুবই কষ্টকর। ২শ বছরের ঐতিহ্য শহীদ দানবীর রনদা প্রসাদ সাহার দৃষ্টি নন্দন পুজা মন্ডপ দেখতে মন্ত্রী-এমপি, বাংলাদেশে নিযুক্ত বিদেশী কুটনৈতিকসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন কুমুদিনী কমপ্লেক্্র ও দানবীর রনদা প্রসাদ সাহার গ্রামের বাড়ি পরিদর্শনে আসবেন বলে জানা গেছে। কুমুদিনী কমপ্লেক্সের এবং আরপি সাহার গ্রামের বাড়ি মির্জাপুর সাহাপাড়া নানা সাজে সজ্জিত করা হচ্ছে।
মির্জাপুর উপজেলা পুঁজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বীল মুৃক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক ও সাধারন সম্পাদক প্রমথেস গোষ্মামী সংকর এবং মির্জাপুর থানা পুলিশ সুত্র জানায়, এ বছর মির্জাপুর পৌরসভা ও উপজেলার ১৪ ইউনিয়নে ২৫৯ মন্ডপে শারদীয়া দুর্গা পুঁজা অনুষ্ঠিত হচ্ছে। সরকারী নির্দেশনায় প্রতিটি মন্ডপে স্বাস্থ্য বিধি মেনে পুজা উদযাপন হবে এবং থাকবে নানা আনুষ্ঠানিকতা। সবচেয়ে বেশী মন্ডপ তৈরী হচ্ছে মির্জাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে। এখানে ৩৪ মন্ডবে অনুষ্ঠিত হবে পূজা দুর্গা পূজা। এছাড়া মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাতগ্রাম, ভাওড়া, বহুরিয়া, লতিফপুর, গোড়াই, আজাগানা, তরফপুর এবং বাঁশতৈল ইউনিয়নে উৎসব মুখর এবং আনন্দঘন পরিবেশে দূগা পূজার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়া, ৩০ সেপ্টেম্বর শুভ পঞ্চমী, ১ অক্টোবর মহা ষষ্ঠী, ২ অক্টোম্বর মহা সপ্তমী, ৩ অক্টোবর মহা অষ্টমী, ৪ অক্টোবর মহা নবমী এবং ৫ অক্টোবর মহা দশমীর মধ্য দিয়ে পুজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এ বছর জেলার মধ্যে মির্জাপুর উপজেলায় সবচেয়ে বেশী ২৫৯ মন্ডপে শারদীয়া দুর্গা পুঁজা অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, প্রতিটি মন্ডপে সুষ্ঠু ও শান্তিপুর্ন ভাবে পুজা উদযাপনের লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রস্তুত রয়েছে। পৌরসভা ও ১৪ ইউনিয়নের বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি-সম্পাদকসহ সুশিল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা হয়েছে। টাঙ্গাইল জেলা তথা বাংলাদেমের মধ্যে এ বছর সর্বোচ্চ ২৫৯ টি মন্ডপে পূঁজা অনুষ্ঠিত হচ্ছে মির্জাপুরে। এ জন্য জেলা পুলিশ সুপার, ডিসিসহ উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রস্তুত রয়েছে।
আর//দৈনিক দেশতথ্য//১৭ সেপ্টেম্বর-২০২২