Print Date & Time : 22 August 2025 Friday 12:32 am

মির্জাপুরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

৩১ বার তোপধ্বনি, শহীদ মিনার ও মুক্তির মঞ্চে পুষ্প স্তবক অর্পনের মধ্য দিয়ে আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান সুচনা হয়েছে। ভোর ৬টা ০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, সংসদ সদস্য, মুত্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, মির্জাপুর সাংবাদিক সংস্থা, বাংলাদেশ প্রেস ক্লাবসহ সর্বস্তরের জনগন।

এরপর উপজেলা পরিষদ চত্তরে মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুকিএতযাদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, এসিল্যান্ড মীর্জা জুবায়ের হোসেন, পৌরসভার মেয়র সালমা আক্তার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম, মির্জাপুর বিশ^বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মো. সালাউদ্দিন আহমেদ বাবর প্রমুখ।

পুষ্পস্তবক অর্পনের পর দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। সকাল ৮ টা থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুচকাওয়াচসহ নানা অনুষ্ঠান হচ্ছে।

এবি//দৈনিক দেশতথ্য//২৬ মার্চ, ২০২২//