টাঙ্গাইলের মির্জাপুরে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দালন গড়ে তোলার জন্য সমন্মিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ আগস্ট) বেলা এগারটায় মির্জাপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম আজাহার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টাঙ্গাইলের উপ পরিচালক বিপ্লব কুমার মোদক ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম প্রমুখ। কর্মশালায় স্থানীয় গনমাধ্যমকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ২৪,২০২২//

Discussion about this post