মাদক কারবারী ইলিয়াজ সিকদার (৩০) কে ডিবি পুলিশ গ্রেফতার করেছে
তার পিতার নাম মৃত আব্বাছ সিকদার। গ্রামের বাড়ি মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি গ্রামে।
আজ রবিবার (২২ অক্টোবর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাস স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিনের) এসআই মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ইলিয়াজ সিকদার আন্তজেলা মাদক কারবারী। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এবং ডিবি দক্ষিণের ওসি মো. হেলাল উদ্দিনের নির্দেশনায় ৩৫ পিচ বিদেশী মদের বোতলসহ ইলিয়াজকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মির্জাপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post