মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে চোলাাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে মদসহ মাদক কারবারী পিতা পুত্রকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুরের চিতেশ্বরী গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন মির্জাপুর থানার সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন, আবুল কালাম (৪০)সহ তার সহযোগি গ্রেফতার হয়েছে। সম্পর্কে তারা পিতাপুত্র। এছাড়া আজগানা ইউনিয়নের তেলিনা মহিষবাথান গ্রামের ওমর মীর (৫০) ও আব্দুল করিমকে বিপুল পরিমান চোলাই মদসহ গ্রেফতার করে। একই অভিযানে তক্তারচালা এলাকা থেকে কুড়িগ্রামের হোসেন আলী (৩৪) গ্রেফতার করা হয়।
মির্জাপুর থানা পুলিশ পুলিশ অফিসার মো. মোশরাফ হোসেন এবং ১১ নং আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাদের সিকদার জানান, আজগানা ইউনিয়নের তেলিনা মহিষবাথান গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল করিম, তেলিনা গ্রামের ওমর মীর এবং চিতেশ্বরী গ্রামের আবুল কালাম ও তার সহযোগিরা দীর্ঘ দিন ধরে এলাকায় চোলাই মদের কারখানায় মদ তৈরি করে মাদক ব্যবসা করে আসছে। তাদের সহযোগিতায় আজগানা ইউনিয়নের বিভিন্ন গ্রামে চোলাই মদ, গাঁজা, ফেনসিডিল ও হেরোইনসহ মাদক ব্যবসা জমজমাট বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, চোলাই মদসহ পিতাপুত্র দুই মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//