মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ।।টাঙ্গাইলের মির্জাপুরে ইউজিডিপি প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু এ বেঞ্চ বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আজাহারুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা এলজিইডি অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্র জানায় ২০১৮-২০১৯ অর্থ বছরে ইউজিডিপি প্রকল্পের আওতায় মির্জাপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মান এবং বেঞ্চ তৈরী করা হয়। তারই ধারাবাহিকতায় উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জাইকার) সহযোগিতায় স্কুল ভবন নির্মান ও বেঞ্চ সরবরাহ হচ্ছে।
আর//দৈনিক দেশতথ্য//২১ সেপ্টেম্বর-২০২২