Print Date & Time : 22 April 2025 Tuesday 11:20 pm

মির্জাপুরে মাধ্যমিক শিক্ষক ও উপজেলা পরিষদ থেকে বিদায় এবং বরণ অনুষ্ঠান


মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে জনপ্রশাসন মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলীকৃত সাবেক উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমানকে উপজেলা মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে এবং উপজেলা পরিষদ থেকে আনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনকে বরণ করে নেওয়া হয়েছে। গতকাল সোমবার (৮ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুকিএতযাদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মো. আজাহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. এমরান হোসেন, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম, মো. রফিকুল ইসলাম খান ও অধ্যক্ষ মো. আব্দুল্লাহ তালুকদার প্রমুখ।
অপর দিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে দুই কর্মকর্তাকে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খান আহমেদ শুভ এমপি। এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খান আহমেদ শুভ এমপি,সাবেক উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, মো. আজাহারুল ইসলাম প্রমুখ। পরে দুই কর্মকর্তাকে ফুলের তোরা ও ক্রেস্ট দিয়ে বিদায় ও বরণ করে নেওয়া হয়।