মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সহকারী প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (১৮ আগস্ট) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভবন মিলনায়তনে টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সহকারী প্রধান শিক্ষক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে তিন বছরের জন্য মির্জাপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছ। এ উপলক্ষে সহকারী প্রধান শিক্ষখদের নিয়ে আজ শুক্রবার সকাল দশটায় সাধারণ সভা অুুষ্ঠিত হয়। এতে সভাপপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন রানাশাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সাকাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মি. হরেকৃষ্ণ সরকার এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন টুটুল।
কমিটির অপর সদস্যরা হলেন, সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান, মো. শামসুল আলম, লায়লা আক্তার ও মো. আব্দুল কাদের। যুগ্ম সম্পাদক মো. ফিরোজ আল মামুন, মো. সুরুজ মিয়া, মো. আলী হোসেন, কোষাধক্ষ মো. ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, মো. আবু হানিফ মিয়া, দপ্তর সম্পাদক মো. আফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলাম, ধর্মীয় সম্পাদক মো. সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইদ্রিস মিয়া এবং সমাজ কল্যাণ সম্পাদক মো. হাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
এ সময় টাঙ্গাইল জেলা কমিটির নেতাদের মধ্যে মো. সাইদুল ইসলাম, নিজাম উদ্দিন, আলী হোসেন, লিয়াকত হোসেন, নিজাম উদ্দিন, আনোয়ার হোসেন, রেজাউল করিম, মঞ্জুর কাদের, শফিকুল ইসলাম ও সোহেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা নেতৃবৃন্দ মির্জাপুর উপজেলা শাখার নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।

Print Date & Time : 12 May 2025 Monday 3:30 am