Print Date & Time : 9 July 2025 Wednesday 1:24 am

মির্জাপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে।

আজ শনিবার (৯ মার্চ) উপজেলার মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি খান আহমেদ শুভ এমপি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মো. এমরান হোসেন, সাধারণ সম্পাদক মো. সুলতান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুর রহমান আকন্দ, যুগ্ম সম্পাদক মো. সিরাজ মিয়া ও সহসভাপতি এ এস এম মোজাহিদুল ইসলাম মনির প্রমুখ।

দৈনিক দেশতথ্য//এইচ//